যদি তুমি আমাকে ভুলে যাও : পাবলো নেরুদা

ট্যাগসমূহ:, ,
0
785

আমি চাই তুমি একটা ব্যাপার জেনে রাখো।
জানো, ব্যাপারটা এমন;
যদি আমি আমার জানালায় ধীর শরতের রক্তিম শাখার স্ফটিক চাঁদটার দিকে তাকাই,
যদি আমি কুঁচকে যাওয়া কাঠের গুড়িটা কিংবা স্পর্শাতীত ছাইয়ের পাশে থাকা আগুনকে ছুঁয়ে দিই,
সবকিছু আমায় তোমার কাছে বয়ে নিয়ে যায়।
যেনো, আমাকে সমস্তকিছুর অস্তিত্ব, সুঘ্রাণ, আলো, ধাতু ছোট ছোট পালতোলা নৌকা হয়ে আমারই জন্যে অপেক্ষা করা তোমার দ্বীপগুলোয় ভাসিয়ে নিয়ে যায়।

স্পষ্টভাবে, এখন,
যদি তুমি অল্প অল্প করে আমায় ভালোবাসা থামিয়ে দাও,
আমি ধীর পায়ে তোমায় ভালোবাসার গতি স্তব্ধ করে দিবো।
যদি আচমকায়,
তুমি আমায় ভুলে যাও,
আমার না খোঁজো,
অভিপ্রায়ে আমি এর আগেই তোমায় ভুলে যাবো।

বাতাসেরা নিশান হয়ে আমার জীবনে বয়ে যায়,
যদি তুমি এটাকে উন্মত্ত এবং ক্লান্তিকর ভাবো,
আর তোমার সিদ্ধান্ত যদি হয় আমায় হৃদয়ের তীরে ছেড়ে যাওয়া, যেখানে আমার শিকড়ের অবস্থান,
মনে রেখো ঠিক সেইদিন, সেই মুহূর্তে,
আমি আমার সমস্ত হাতিয়ার উঠিয়ে নেবো এবং আমার শিকড়েরা নোঙ্গর তুলবে অন্য আরেক তটের খোঁজে।

তথাপি,
যদি নির্মম মধুরতা নিয়ে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমাকে তোমার গন্তব্য বলে অনুভব হয়,
যদি প্রতিটা দিন আমার সন্ধানে তোমার ঠোঁটে ফুল আরোহণ করে,
আহা, আমার একান্ত ভালোবাসা,
তবে সে সমস্ত অনল আমায় পুনরায় দগ্ধ করবে,
শুধুমাত্র তখন আমার ভেতর না কোনোকিছু স্মরণাতীত হয়েছিলো, না হয়েছিল নিবন্ত হয়ে অবস্থান করবে,
তোমার ভালোবাসা আমার ভালোবাসাকে পোষে,
প্রিয়তম,
যতদিন অব্দি তুমি এতে বাঁচো, এসবই তোমায় আমার বাহুডোরে বেঁধে রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here