লজ্জা

0
273

এই রাষ্ট্র কি আপনার বাপ দাদার?
না; এই রাষ্ট্র আমাদের পূর্বপুরুষের
কোনো করুণা নয়; দীর্ঘ ন’মাসের যুদ্ধ
আর এক সাগর রক্তের বিনিময়ে কেনা।
বেয়নেট আর জলপাই রঙের ট্যাংকে
মিশে আছে চৌদ্দপুরুষের সংগ্রামী ইতিহাস।

আমাদের বাবারা টাকা কষে দিচ্ছেন ট্যাক্স
তবে একেকজন অভাবগ্রস্ত নিরীহ দিনমজুর
আপনার দামি গাড়ি, আর বড় ফ্ল্যাট বাসা
রক্তে ভেজা সুগন্ধি ঘামের দামে কেনা।
সচিবালয় থেকে থানার মুন্সি পর্যন্ত চিবিয়ে খাচ্ছে ঘুষের টাকা
বেশ্যাখানা, গণশৌচাগার, একজন ভ্যানচালক হাসমত আলী;
কেউ বাদ পরেনি আপনাদের মাসুরা সিস্টেম থেকে
একটু জিজ্ঞেস করি,
তখন কোথায় থাকে মোটা বইয়ের আইনকানুন।

একজন ডিসি যখন নিজ কার্যালয়ে আমোদ ফুর্তি করে
অথবা মধ্যরাতে সশস্ত্র দলবল পাঠিয়ে একজন সাংবাদিক পিটায়
তখন কোথায় থাকে সংবিধানের বুলি আওড়ানো কথার ফুলকি!
ক্ষমা করেন হে পিতা
আমরা যে বড্ড লজ্জিত, কোথায় করি আজ মাথা নত?
গণতন্ত্রের চর্চা যখন উচ্চবিলাসী জাদুঘরে
তখন, বেফাঁস হবেই প্রজাতন্ত্রের রক্ষিত গোলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here