মার্কেটিং এ সফলতার নিয়মনীতি

0
339

মার্কেটিং এর প্রধান কাজ-
সেবা দিয়ে মিটিয়ে প্রয়োজন,
নিজের দিকে আনতে হবে-
কাস্টমারের আকর্ষণ।

সর্বোচ্চ সেবা দিয়ে-
কাস্টমারের মনকে তুষ্ট করে,
দীর্ঘদিন সেবামান ঠিক রেখে-
রাখতে হবে তাদের ধরে।

থাকতে হবে সৃজনশীলতা-
তাহলে হবে নতুন উদ্ভাবন,
বাড়বে যখন অভিজ্ঞতা-
পাওয়া যাবে ক্রেতার মন।

ধীরে ধীরে হয়ে যাবে-
কোম্পানির পরিচিতি,
এই হলো মার্কেটিং এ-
সফলতার নিয়মনীতি।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here