তোমায় আর পড়ে না মনে

0
894

তোমায় আর পড়ে না মনে
বইয়ের পাতার গভীর নেশায়
কিংবা গানে গানে।

অচল করা মনের খেয়াল
হঠাৎ হাওয়ার সনে
তোমায় আমার পড়ে না মনে!

মনের কথা যায় কি মোছা?
ভাবছি ঘরের কোণে।
তবুও তোমায় পড়ে না মনে!

নেই মনে সেই শিউলি ঝরা প্রাতে
ঝিনুক থেকে মুক্ত খোঁজার সাথে
এসেছিলে নামটি জেনে নিতে।

আজও আছি সাগর বেলায়
দাঁড়িয়ে একা প্রভাত বেলায়
হয়নি সেসব মনে!

আজ কেনো আর পড়ে না মনে?
অথই জলের জলকেলিতে,
পাই না কোনো শ্যামলীর সাথে!

সবকিছুকে ছাড়িয়ে আমি
এখন ভীষণ ভালো
নেই তুমি নেই,
কোথাও তবু মনের মাঝে আলো!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here