তোমার মতোন করে কেউ ভালোবাসেনি

0
349

তোমার মতোন করে কেউ কোনোদিনও
ভালোবাসার কথা বলেনি,
কেউ অমন চিৎকার করে বলেনি,
“ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি”।

কেউ কোনোদিন তোমার মতোন করে বলেনি
আমাকে পাওয়া তার জীবনের পরম পাওয়া।
আমাকে পেয়ে আবার হারিয়ে ফেলার ভয়
আমি অন্য কারো মাঝে এতোটা দেখিনি।

যেভাবে তুমি আমায় জগতের সবার চাইতে আলাদা করে দেখ,
আমার দোষ ত্রুটি তুচ্ছ করে
আমায় শ্রেষ্ঠত্বের দাবিদার কর,
অনিষ্ট সবকিছু থেকে আমাকে দূরে সরিয়ে রাখো,
আসলে এমন করে কাউকে আমাকে নিয়ে এতোটা ভাবতে দেখিনি।

কেউ তোমার মতোন ভালোবাসার কথা বলতে বলতে নিশ্বাস ভারী করে তুলেনি,
হঠাৎ ঘুম ভাঙিয়ে প্রেমালাপে সারারাত জাগায়নি,
বিশ্বাসের কথা, আস্থার কথা কেউ তোমার মতোন করে বলতে পারে বলে আমি জানিনি।
যে জীবনে আমি নাই সে জীবন চাও না তুমি-
এমন কথা তুমি ছাড়া আর কেউ বলতে পারেনি।

আমার পাগলামিতেও তোমার দারুণ তৃপ্তি,
আমার শাসনে তুমি অভিলাষী,
আমার ভালোবাসায় তোমার এক জীবনের কৃতজ্ঞতা,
আমার অভিমান ভাঙানোতে তোমার বিজয়ী আদিখ্যেতা,

এমন রূপে আমি আর কাউকে পাইনি আজ অবধি।
তোমার মতোন অমন নিষ্পাপ প্রেমময় দৃষ্টি
এ জগৎ সংসারের এক বিরল সৃষ্টি।
অমন মন ভুলানো অট্টহাসি যখন
আমার মনে প্রাণে দোলা দিয়ে যায়,
আমার কর্ণযুগোলকে মোহাবিষ্ট করে অগত্যা,
আমার ইন্দ্রিয়কে অমন কাবু করতে অন্য কেউ তা পারেনি।

তোমার কথা শোনার পর অন্য কারো কথা
মনহরণকারী হবে না মেনেছি।
কারো নীরবতা আমায়
এমন উত্তাল, এলোমেলো করতে পারেনি তেমনি।

তোমার মতোন করে কেউ কোনদিন বলেনি
কেউ তার ভালোবাসার মানুষের মাঝে
তার জন্মদাত্রী মায়ের প্রতিচ্ছবি দেখতে পায়,
কেউতো বলেনি প্রেমিকাকে যতটুকু ভালোবাসা যায়,
ততটুকুই তার প্রতি শ্রদ্ধায় মন অবনত হয়।

তোমার মতোন করে কেউ অমন তুমুলভাবে
এ নিখিলে ভালোবাসেনি বোধ করি।
তবে আজ জেনে রেখ প্রিয় সত্যি,
তোমার মতন করে আমি ভালোবাসতে পেরেছি।
আমি সেই তোমার তুমিকে
অনেক অনেক ভালোবেসে ফেলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here