চুমুর অভাবে যে কবি মারা গিয়েছিলো গত শতাব্দীতে,
তার ফরেনসিক রিপোর্টে এসেছিলো
মানুষ মূলত অভাববোধ বেশি পছন্দ করে,
পাওয়ার চেয়ে;
অভাব থাকতে হয় এক জীবনে,
প্রেমের অভাব,
চুমুর অভাব,
ঘরের অভাব,
প্রিয় মানুষের অভাব,
খাবারের অভাব,
তীব্র জ্বরে কপালে হাত রাখবার অভাব,
পোশাকের অভাব,
মৌলিক বা গৌণ চাহিদার অভাব,
মানুষ হলে পাখি হয়ে জন্মাবার অভাববোধ।
অথবা পাখি হলে মানুষ হয়ে জন্মাবার অভাববোধ।
পারস্পরিক কিছু পাওয়া কিংবা খানিক অভাববোধের দোটানায়,
একটা মৃত্যুভোর পর্যন্ত জীবন সুন্দর।