অসময়ী,
আমার খুব ইচ্ছে করে নতুন করে স্বপ্ন দেখি
একটি অণুর ভেতরে ঢেলে দিই এক পৃথিবী প্রেম
খুব বড় চাহিদা নয় অসময়ী,
এক অণু ভালোবাসা দেবে আমায়?
দেবে কি এক বিন্দু স্বপ্ন?
ভাবছো, আমি অ্যাবনরমাল?
আমি এমনই।

তুমি কখনো কাঁদো অসময়ী?
আমি কাঁদি
এক ফোঁটা অশ্রুতে ঝরে পরে এক পাহাড় যন্ত্রণা
অশ্রুর কী ক্ষমতা!
আমার কী মনে হয় জানো, ভালোবাসার আরো বেশি ক্ষমতা
এক অণু ভালোবাসায় জেগে উঠবে দুই পৃথিবী স্বপ্ন
সজীব হবে মৃত দুটি প্রাণ
আলোকিত হবে অমাবস্যার আকাশ
আর আমি ফিরে পাবো জীবনের স্বাদ
পতিত হৃদয়ে করবো প্রেমের চাষ
সময়ের কপালে টিপ দিয়ে গড়বো নতুন প্রেম সভ্যতা!
ভাবছো, পাগল হয়ে গেছি?
আমি যে এমনই।

জানি অসময়ী, আমার সভ্যতায় তুমি আসবে না
তোমার পৃথিবীর ষড়যন্ত্রে আটকে গেছো বিবেকের কারাগারে
তবু তোমার জন্য শুরু করবো ভালোবাসার নতুন শতাব্দী
ভাবছো আমি ঠিক নেই?
আমি তো এমনই।

তোমার জন্য একটা মিউজিয়ামও বানাবো
সেখানে সাজানো থাকবে স্মৃতির পোর্টেট
স্বচ্ছ সিলিন্ডারে গুছানো থাকবে আমার অগোছালো সময়
কাচের বোতলে স্থান পাবে অবেলার আবেগ
একটা বড় গ্রিন হাউজে আটকে থাকবে আমার হৃদয়
আর ছোট্ট একটি কফিনে মমি করা থাকবে আমার ফসিল
যখন ইচ্ছে দেখে যেও, দিয়ে যেও এক অণু ভালোবাসা
ভাবছো প্রেমে ফেলে দিয়েছি?
আমি এমনই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে