তোমার চোখের ভেতর উথলে ওঠে যে আকাশ

সেখানে আমার ঘুড়ি ওড়ে সারাক্ষণ —

এই নাও বিদগ্ধ বায়োস্কোপ, চোখ রাখো
একটা ইমাজিন তুমি কল্পনা করতে পারো
চোখের ভেতর আকাশটাকে
নীল এক সুতোর সাথে বেঁধে নিতে পারো

দুটো চোখের বিস্ফোরণ
লিখে নিয়ে যেতে পারো
ভুলভাবে তাকানোর খাতায়
ভুল উচ্চারণগুলো
লাল কালিতে একটু আলাদাভাবে
আলাদা মর্যাদায়

তোমার হাতে তুলে দিলাম
সীমাবদ্ধ আকাশের কাছে পেতে রাখা বুক
একটা বুকই তো
এইবার এখানে
একটি অসীমের চাষ তুমি করে নিতে পারো

নীল সমুদ্রের মতো
উত্তাল ঢেউয়ের মতো
একটা গর্জন আমায় তুমি দিতে পারো

একটা সীমানা
তুমি পেরিয়ে যেতে যেতে ফিরে তাকাতেই পারো
না হয় একটু ভালোবেসে
একটু হেসে আমার চোখে রাখতে পারো দুটো চোখ

দুটো চোখই তো

ধরো, একটা পাইনাপেল গাছের ফাঁকে পড়ে থাকা আলো
জোনাকির কাছে ফেলে রাখা লিখিত আবেগ
তোমার চোখে দ্বন্দ্বে দ্বন্দ্বে মেলে ধরল সকাল

আর তুমি
সেখান থেকে ফুলের মতো কিছু দ্বন্দ্ব
বিকেলের জন্য রেখে দিলে

ধরো আমিই বিকেল
আর আমাকে ফুলই দিলে তুমি
অথবা ফুলের প্রচ্ছদ

দিতে পারো তো?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে