ভেনাসপর্ব

0
1120


রোজ বৃষ্টি থেমে গেলে অবিনীত অলক দেখা যায়
কে তুমি নারী, অলিন্দে চোখ জুড়ে থাকো সন্ধ্যায়?

নিঃসঙ্গতার সঙ্গী হয়ে যখন ছুঁয়ে দেখো জলের আশ্বাস
তোমার ভেতরে নিখুঁত ছবি, তখন– তুমি ক্যানভাস।


ওষ্ঠের নিভৃত আহ্বানে যখন নিকটে যাই—
তোমার নগ্ন-নিষ্পাপ চোখে আমি দেখি নীরবদহন চিতা
ক্রমশ বদলে যায় বোধের দিগন্তে লেপ্টে থাকা রং
আমি বারবার ফিরে আসি পরাজিত মেঘের মতোন


ভেনাস, চেয়ে আছো আমারই মতো আকাশের দিকে নিশ্চয়ই?
এ তো বিরুদ্ধ অস্থিরতা কিম্বা অনুষ্ণ পিপাসা, নিখোঁজ ভালোবাসা নয়।
আমাদের চাওয়াগুলো সীমিত— সময়ের ব্যবধানে
বলো তো নগ্ন আকাশ এসবের কতটুকু জানে?


এক পা এগিয়ে গেলে দু’ইঞ্চি স’রে যায় মাটি
জীবন এমনতরো দুঃখের কোলাজ দেখায়
স্পর্শবিহীন তবু নির্বিকল্প যাত্রায়— যেনো পাশাপাশি নির্বাক,
ভিন্নদৈর্ঘ্যে আমাদের মৃত আলকেমি, এই যে এখন—
আদিগন্ত বিষাদ ছড়ায়…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here