গুহা যুগ

0
306

দিনে প্রগতির কথা বলে; সন্ধ্যায় জিয়ারত করছি গুহাযুগ,
ধরা না পড়লে সকল চোরই সাধু!

মৃদু ভূমিকম্প সবাই ঠাওর না-করলেও;
দিনের গায়ে ধাক্কা মারে রাতের শক্ত হাত।
কেউ হয়তো সাময়িক কেঁপে উঠছি,
বাকিরা বেঘোর ঘুৃমে…

এইযে খোলা চোখে কানামাছি যাপন;
ক্যান্সার সনাক্ত হতে-হতে আমরা পৌঁছে যাচ্ছি মৃত্যুর দুয়ারে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here