বসে একাকী, তুমি ভেবেছিলে কি?
সেই সোনালু রোদ্দুর, কখনো বা তপ্ত বাতাস,
কতো কোলাহল সাডেন হর্ন।
কিছুই কি ঠাওর হয়নি তোমার? রাখনি সন্ধান?
তোমার মন কি তবে শুধু ভবঘুরে!
খুঁজে বেড়ায় ডায়নামিকস আর মেকানিজম।
 
আচ্ছা! বেশ, তোমার স্মৃতিকথা, একা থাকা, এলোমেলো দৃশ্যকাব্য অভিমানে -আনমনে সব কি ভীষণ প্রকট যন্ত্রণার?
তবে আজ নীরব কেন তুমি? কই তোমার রিসেপ্টর? তবে কি অকেজো ও নিউরোট্রান্সমিটার?
 
জানো তুমি-
তোমার মনের ভেন্ট্রিকল বড্ড বেশি ভয়ংকর, তাইতো এত ভারী বোঝা আটকে রাখে মনে হয় যেন রাঘব বোয়াল!
 
কেউ তো বলেনি তোমায় ফাইব্রিন জালকের ন্যায় ছেঁকে ছেঁকে বিরহ-ব্যাথার করতে পরিমাপ কেবলমাত্র, উন্মুক্ত হাওয়ায় দম নিতে নিতে ছন্দের তাল মিলিয়ে লিখে দিও সেই মিলনগাঁথা।
আচ্ছা কেমন?
 
তারপরেও বিভ্রাট? একাকি তুমি? রাখো এসব, কোনো একদিন চলে এসো স্বপ্নজাল আবছায়া ছুড়ে ফেলে আমার হ্যাভেন টিউনে।
রাখবো ভীষণ যতনে।

8 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে