বাংলা যখন রক্তে ভাসে ওরা দেখে হাসে
বায়ান্ন থেকে একাত্তর রাখতে বাংলার মান
কত বীর সন্তান করলো জীবন বলিদান,
ভুলতে পারো তোমরা ইতিহাস ভুলে নাই।
বায়ান্ন থেকে একাত্তর রাখতে বাংলার মান
কত বীর সন্তান করলো জীবন বলিদান,
ভুলতে পারো তোমরা ইতিহাস ভুলে নাই।
বঙ্গবন্ধু দিলো স্বাধীনতার ডাক
সেই ডাকে সারা দিলো মানুষ লাখে লাখ,
আমার ভাষা আমার দেশ
চাই স্বাধীন বাংলাদেশ।
সেই ডাকে সারা দিলো মানুষ লাখে লাখ,
আমার ভাষা আমার দেশ
চাই স্বাধীন বাংলাদেশ।
বায়ান্নর আন্দোলন একাত্তরের সংগ্রাম
ভুলে নাই মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর অবদান।
ভুলে নাই মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর অবদান।
নয় মাস করে সংগ্রাম
পেলো বিজয়ের নিশান,
বিশ্বের মানচিত্রে এলো
স্বাধীন বাংলার নাম।
পেলো বিজয়ের নিশান,
বিশ্বের মানচিত্রে এলো
স্বাধীন বাংলার নাম।
বায়ান্নতে বাংলা একাত্তরে দেশ
প্রাণ দিয়ে মান কিনেছে স্বাধীন বাংলাদেশ।
প্রাণ দিয়ে মান কিনেছে স্বাধীন বাংলাদেশ।
মায়ের মনে ব্যথা
ভাবে যখন পঁচাত্তরের কথা,
বাংলার চাঁদ কেঁদে উঠে
পনেরো আগস্ট কালো রাতে,
মারলো ঘাতকেরা
এক বিষাক্ত তির বুকে।
ভাবে যখন পঁচাত্তরের কথা,
বাংলার চাঁদ কেঁদে উঠে
পনেরো আগস্ট কালো রাতে,
মারলো ঘাতকেরা
এক বিষাক্ত তির বুকে।
একাত্তরের ঘাতক দালালেরা
চায়নি এই বাংলার স্বাধীনতা,
তাই আজও মানে না ওরা
বঙ্গবন্ধু বাংলার জাতির পিতা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
তোমার ডাকে সাড়া দিয়ে
বাঙালি পেয়েছে স্বাধীন বাংলার বিজয় নিশান।
চায়নি এই বাংলার স্বাধীনতা,
তাই আজও মানে না ওরা
বঙ্গবন্ধু বাংলার জাতির পিতা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
তোমার ডাকে সাড়া দিয়ে
বাঙালি পেয়েছে স্বাধীন বাংলার বিজয় নিশান।
তুমি ছিলে আছো থাকবে যুগ যুগ ধরে
বাংলার দেশ প্রেমিকদের হৃদয় মাঝে,
তুমি স্বাধীনতার শিরোমণি
সোনার বাংলাকে ভালোবাসতে শিখিয়েছ তুমি।
বাংলার দেশ প্রেমিকদের হৃদয় মাঝে,
তুমি স্বাধীনতার শিরোমণি
সোনার বাংলাকে ভালোবাসতে শিখিয়েছ তুমি।