১.
জলরঙের ছবির ক্যানভাস ভেদ করে
তোমার কামার্ত জল ফেঁপে ওঠে
রুমালের কোণ দিয়ে চোখের জল মোছার ছলে
নষ্ট করে দেয় রঙের আভা
গোলাপের বুকে মাংসের গন্ধ, রক্তের দাগ সবুজে
আড়চোখে দেখে মুচকি হাসে কালো অসুখ।

২.
কিছু মিথ্যে অনেক আনন্দের—
দীর্ঘশ্বাসের পাশে বসে থাকা অভিমানগুলো মৌমাছির মতো বাসা বাঁধে বুকের কোণে।

৩.
তবে আজ শোনে রাখো তোমাকেই বলছি—
দুঃখী কলসকে লোভ দেখানোর কলাকৌশল
তোমার ফুরিয়ে গেছে,
তুমি দেখতে পাবে অপেক্ষমান শুষ্ক বৃক্ষগুলো
শেষ পর্যন্ত ছুটে যাবে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে