যদি এমনো দিন আসে কখনো
গাঢ় অন্ধকারে তোমার আকাশ কালো মেঘে
ছেয়ে গিয়েছে…
কথা দিচ্ছি এক পশলা আলো হয়ে তোমার আকাশ আবার রাঙিয়ে দেবো এই আমি।
যদি এমন হয় কোনোদিন
সত্যেরা তোমার থেকে পিছপা হয়ে
মিথ্যের দাবানলে তোমাকে জ্বালিয়ে দিচ্ছে!
কথা দিচ্ছি ঠিক সেই সময়টায় আমি আসবো ফিরে
জ্বলতে থাকা তুমিটাকে নতুন রুপে রাঙাবো বলে।
যদি এমন রাত এসে যায় কখনো
শহরের সব আলো নিভে গিয়েছে পুরোটা অন্ধকার…
আমাকে শুধু একটু মনে করো তুমি
কথা দিচ্ছি তোমার জন্য পুরো শহর আমি আলোকিত করে তুলবো আবার।
যদি এমনো ক্ষণ এসে যায় জীবনে
আমাকে তুমি ভুলে যাবে,
কথা দিলাম তখনো আসবো আমি শেষবার ঠিক
আমার কথা স্মরণ করিয়ে দিতে তোমাকে একটুখানি
ভালোবাসা নিয়ে।