শোন একটি মুজিবরের কণ্ঠ

ট্যাগসমূহ:,
0
231
ছবি: সাইদুল ইসলাম

রক্তপায়ী যারা, জেনে রাখো,
রাহগ্রাসে সূর্যকে চন্দ্রকে গ্রাস করে রাখা যায় না
স্বভাব অবয়বে স্বরূপে তা অবিকল অবিচল ফিরবেই।
পাতকেরা, তাদের অধঃস্তনেরা জেনে রাখো, ইতিহাস বলে
ঘৃণার আস্তাকুড়েই পাতকের চিরায়ত নির্ধারিত আবাসস্থল হয়।
মানুষের মনে স্থান হয় না কখনোই
কখনোই সম্পন্ন সুশীল স্বীকৃতি পায় না
প্রজন্ম প্রজন্মান্তরে ঘৃণাদলে দগ্ধীভূত হতে থাকে
কেবল মিরজাফর কুইসলিংই তাদের আত্মার আত্মীয়।

পাতক এবং মানস উত্তরসুরীরা জেনে রাখো
স্বাভাবিক মানব সমাজের কেউ নও তোমরা।
তোমাদের জন্য নির্ধারিত ঘৃণা আর তীব্র ধিক্কার
মানবকুলে জন্ম নিয়েও তোমরা নিশ্চিতই মানবেতর
কদাচারী সরীসৃপ আর আরণ্যক মাংশাষী তোমরা
মানুষের সুশীল সমাজে চিরকালই অপাংক্তেয় অবশ্যই।
দেশদ্রোহীতা জাতিদ্রোহীতার যে পঙ্কে তোমাদের নিমজ্জন
কোনদিন উত্তরন ঘটবেনা সেখান থেকে তোমাদের পাশবতার
বরং প্রজন্মের উত্তরাধিকারকেও দিয়ে গেলে জন্মজাত ঘৃণাই।

পিতৃহন্তা
মাতৃহন্তা
ভ্রাতৃহন্তা
স্বজনহন্তা পাতক পশুদের স্থান ইতিহাসের নিকৃষ্টতম ঘৃণ্য বিবরে
সেখানেই নিরবধিকাল বন্দিবৃত্তে ঘুরপাক খেতে থাকবে অসীম অবজ্ঞায়।

আর দীপ্তপ্রভ নক্ষত্রপ্রভায় মুক্তিকামী জনতার মনে দেদীপ্যমান থাকবেন
ইতিহাসের শ্রেষ্ঠতম বাঙালি
মানবকুলের অনুসরণীয়
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here