পৃথিবী ঘুমিয়ে গেলে, আমিও মিশে যাই নদীর শরীরে।
আমিও ডুবে যাই তোমার অতল গহ্বরে।
চৈত্রপোড়া অন্ধকার নিয়ে আমিও বারুদের নেশায় মাতাল হই বারংবার। শূন্য থেকে ফিরে এসে, তোমার শরীরে নুয়ে পড়েছে আমার প্রাণান্ত ছায়াদেহ।

আমি দেখি, কী এক আশ্চর্য মায়াভরা অহংকার তোমার শরীরে।

লুকিও না! এই বরং ভালো।
বোতামের নিচে জমে থাক অক্লান্ত সব বাষ্পকণা।

তুমিও জানো সেই সন্ধি! কেমন করে নিঃশব্দে কাঙ্গাল হয় আমার নিদারুণ ওষ্ঠ। কেমন করে বিভ্রান্ত হয় আমার সকল ইন্দ্রিয়।

এবার তবে, পুণ্য করো আমায় তোমার বর্ণচ্ছটায়।
পুণ্য করো এই বিষণ্ণ উত্তাপে।

বাহান্ন তীর্থের মতো পুণ্যবতী হবো আবারো,
তোমার হিম চোখের অন্তরীপে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে