সুখের সাগরে ভাবছি আজ সুখের নেই শেষ
সুখ যে আমার সহোদরা সুখ যে মাথার কেশ
যা চেয়েছি তাই পেয়েছি পাওয়ার বাকী নেই আজ
চাওয়াটাকে পেতে আমি করেছি নিজের কাজ।

কাজের মাঝে সুখ খুঁজেছি দেখিনি পরের ঘর
কে কি করলো কার কী আছে কেবা আপন পর
কাজের মাঝে বাঁচতে পারলে সুখ জোটে কপালে
পরনিন্দা চর্চা করে আজও দুঃখ কেনা গোপালে।

সময় থাকতে নিজের প্রতি নিজেই রাখো দৃষ্টি
সব কিছু হাতের মুঠোবন্দি হবে থাকবে তোমার সৃষ্টি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে