এবারো নীরবে কেটে গেলো সেই তারিখ
যে তারিখে একটা অনাগত কবিতার পৃথিবীর মুখ দেখার কথা ছিল
যে কবিতা হাসত, হাসাত
কিংবা কাঁদত, কাঁদাত।

যে কবিতা সারাদিন তোমার নাম জপ করে
রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত।
মাঝরাতে ঘুম ভেঙে গেলে তোমার নাম নিয়ে চিৎকার করে বলত-
“ভালোবাসি, ভালোবাসি”

ব্যস্ত মধ্যদুপুরে কোনো বাসস্টান্ডে চা স্টলে বসে
কোনো অজানা পথিক, যে হারিয়েছে পথের দিশা
কর্মচঞ্চল মানুষের মাঝে, যে নির্বিকার
সেই কবিতা পড়ে বেঁচে থাকার একটা প্রেরণা পেত,
জীবনের নতুন গান লিখত।

জীবনের একটা তারিখ এভাবে আষ্টেপৃষ্টে লেগে থাকবে কল্পনাতীত
যা কল্পনা করা হয় না
তা ঘটে যাওয়ার নামই বোধহয় জীবন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে