তুমি বেশ বদলে গিয়েছ এটা
অন্তত অস্বীকার করো না
আমি বদলে যাওয়া তুমিটাকে চাই না
আগের তুমিটাকেই তো চেয়েছি।
তুমি অনেকটা ব্যস্ততা নিয়ে থাকো
অন্তত এটা অজুহাত বলে কাটিয়ে দিও না
আমি ব্যস্ততম তুমিটাকে চাইনি
আগের তুমিটাকেই তো চেয়েছি।
তুমি অদ্ভুতভাবে এড়িয়ে যাচ্ছো
অন্তত এটা আড়াল করো না
আমি এড়িয়ে যাওয়া তুমিটাকে চাইনি
আগের খুঁজে যাওয়া তুমিটাকে চেয়েছি।
তুমি এটা স্বীকার করো আমাকে তোমার
মনেই পড়ে না, অন্তত আমি না থাকলে
তোমার খুব করেই চলবে নতুন কাউকে দিয়ে
কিন্তু আমি এই দিনটা দেখতে চাইনি !
সময় রয়ে গেছে চাইলেই ফিরতে পারো
সব আগের মতো করে নেবো দেখো।