শুকিয়ে যাওয়া একগুচ্ছ স্বপ্ন
গভীর ক্লান্ত মন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে
অপ্রাপ্তবয়ষ্ক বালকের মতো আমায় সুধায়
তুমি কি যাবে?
পুনরাবৃত্তি নয়!
প্রার্থনার ভাষা না বোঝে
খসে পড়েছে যে নক্ষত্র
চোখে সানগ্লাসের খানিক রঙিন আলোয়
যে মুছে দেয় অন্তহীন আলোর চিৎকার।
বিশ্বাসের সরল বাতাস কাফনের আবরণ খুলে তিক্ষ্ণ দৃষ্টির আহ্বানে
সারা শরিরে কম্পন সৃষ্টি করে সুধায়
আমায় গায়ে মাখবে?
পথভ্রষ্ট অন্ধের মতো
নিষ্প্রাণ যুবকের পড়ে থাকা দেহে
অন্ধকারে নিমজ্জিত মুশরিকের বাক্য শ্রবণে
মনের পৃষ্ঠায় শুধু হাহাকারের পদ্যই লেখা হয়।
রৌদ্র ছায়ার খেলার মতো সুদীর্ঘকাল বরযখে আত্মার অবস্থান।
তোমার জান্নাতি চোখে মায়া
আমার থেমে থাকা আলমে আরওয়াহ্
এখন শুধু আখেরাতের অপেক্ষায়।
আমার ফিরে আসা ধ্বংসের মতো হবে
কারণ দেহচ্যুত আত্মা
অদৃশ্য সুক্ষ্ম জগতের বাসিন্দা
তোমাদের হৃদয় পোড়া শহরে
ধ্বংস হওয়া বহু স্বপ্নের জানাযায় সামিল হতে আমার ফিরে আসা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে