আজ রাতে হয়নিকো খুনসুঁটি, নেই তীব্র বিসম্বাদ;
এমন নিরাপদ নিরামিষ রাত ভালো লাগে? বলো?
তোমার ঠোঁট জুড়ে মৃদু হাসি, কী-বোর্ড জুড়ে থাকে
প্রগলভ আঙুল, আমাদের না বলা কথা,
প্রার্থিত রাতে এর বেশি কিছু নয় প্রার্থনায়।

বিরহী রাত জুড়ে চাঁদের কুহক, মন জুড়ে জপমালা,
একাকী থাকাই শ্রেয় বলে ঢোক গিলি।
মন পুড়ে রয় মনেরি আঙিনায়, ছাইপাশ করে ওড়াওড়ি-
অনিন্দ্য দীঘল আরেক রাতের অপেক্ষায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে