দেয়াল

0
413

আমি না, আমারও না,
এ দেয়াল তোমার রচনা।
এখন ভাঙ্গার টানে বান বুঝি ডেকেছে অন্তরে!
না না, থিতু হও, যে ভাবে আড়ালে আছো
দেয়ালের ওইপাশে ওইভাবে নিরুদ্দেশ রও,
কখনো নাজুক মন উতলা উন্মুখ হলে
আমাকে উদ্দেশ্য করে না হয় বানিয়ে তুমি
বিরহের টুকটাক কথা কিছু কও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here