তোমার চোখ আর আমার চাহনি
যেদিন মিলেমিশে এক হল
সেদিন সন্ধ্যাবেলা পুব আকাশে
একটি তারা লজ্জা পেল
মুখ লুকালো মেঘের কোলে।
পথ হারানো চড়ুই পাখি
ফিকফিকিয়ে হাসল হাসি
গুন গুনিয়ে ভ্রমর এসে
শুনিয়ে গেল তাদেরই গান
বাঁকা চাঁদের মিষ্টি আলো
তোমার চোখে আমার মুখে
হারিয়ে দু’জন গেলাম কোথায়
ফুলের বনে পথ হারিয়ে
মোদের দেখে কোথা হতে
আসল ছুটে বাঁকা নদী
ছোট্ট ডিঙ্গা ভাসিয়ে দিলাম
মুখোমুখি আমরা দু’জন
তোমার চোখে আমার চোখে
মিলেমিশে একটি চোখে
চেয়ে দেখি আকাশ পথে
টুকরো টুকরো চাঁদের হাসি
ঝরছে পড়ে নদীর জলে
নদীর মাঝে তুমি আমি
কাটছি সাঁতার নৌকা মাঝে।