নষ্ট বিধির দণ্ডবিধি

0
1332

আমি নাহয় হেরেই গেছি, তুমিই গেছ জিতে;
জয়-পরাজয় মাপার তুমি কোথায় পাবে ফিতে?
তুমি নাহয় থাকবে মেতে তোমার জয়ের গৌরবে,
অখ্যাত এক মৌচাকেতে অক্ষত খুব মৌ রবে।
অগৌরবের নয়কো এ-হার, তৃপ্ত আমি হারে;
বিজয়মিছিল ভিড়ল বলে আমার ঘরের দ্বারে।
জানি, জানি; আমি জানি তোমার এমন জয়ে;
কাটবে না দিন, বাজবে না বীণ সাপ ও শাপের ভয়ে।
শঙ্কাবুকে ডঙ্কা বাজুক তুমুল রক্ত-ক্ষয়ী,
পরাজিতের ছদ্মবেশে আজ এ-কবি জয়ী।

নষ্ট হবার ডাক এসেছে, নষ্ট হব আমি;
নষ্টে ভরা নষ্ট ধরায় নষ্টেরা খুব দামি!
আমার আমি নষ্ট হব, কার বা তাতে কী দায়?
ভালো নেই, ভালো থেকো; সাবালিকা, বিদায়!

নষ্ট হব, নষ্ট রবো নষ্ট দেহের কোমায়;
যাবজ্জীবন ভালো থাকার দণ্ড দিলাম তোমায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here