তোমার চোখের মধ্যে একটা ভীষণ প্রজাপতি সুখ
জোড়া বেণী দুলিয়ে দুলিয়ে লাফিয়ে বেড়ায়
সকাল দুপুর এবং রাতে
মধুমাখা কোনো ফুলে বসতে সে একান্তই অনিচ্ছুক।
তুমি কীভাবে যে হরিণী দৃষ্টিতে সুরভিত কামনার পতাকা উড়াও
তোমার অস্তিত্ব থেকে কীভাবে যে কোমল নিখাদ সুরে
এক সম্মোহনী প্রবল তরঙ্গমালা সৃষ্টি হয় এবং
অমল ধবল কবিতায় নিমজ্জিত এক সৈকতকে আলিঙ্গন কর
এখন এ সব বিষয়াদি গবেষকদের অধিকারে চলে যাবে।

শীতের শিশিরকণা যখন সকালে বাগান সাজিয়ে দেয়
সূর্যালোকে সম্ভাষিত রাতজাগা মৃদুভাষী ঘাস
তখন নীরব ঐকতানে তার তৃপ্তিকে প্রকাশ করে
অথচ সবাই জানি
নির্বিচারে পদদলিত হবার জন্যইত ঘাসের প্রতীক্ষা।

তুমি কি শিশির কণা?
আর আমি ঘাস?

১ টি মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে