হন্তারক তোমার ধনুর্বাণ সরিয়ে নাও
মৃত্যুর মুহূর্তে আমি একটা কবিতা লিখব।
তোমার আরশ বিদীর্ণ করার ক্ষেপনাস্ত্র ফেলে দাও
আমি জল রঙের একটা শান্তির ছবি আঁকবো।
পৃথিবী কাঁপছে ভয়ঙ্কর আজরাইলের ডানার ঝাপটে
বেহেশত-দোজখ সব একাকার হঠাৎ অন্ধকারে।
হাশরের ময়দান দেখ শূন্যতার গহবরে কেমন বিরাণ
কেবল জোনাকিরা মানুষের মানচিত্র আঁকছে নির্ভয়ে।
চেয়ে দেখ চরাচরে কেউ নেই, ঈশ্বরের ছায়া নেই, মানুষের
কায়া নেই, বারুদের গন্ধ নেই, কান্নার রোল নেই, হত্যার
ইচ্ছে নেই, মৃত্যুর ইচ্ছে নেই, কোথাও নেই কোলাহল
আছে শুধু নীলাভ আকাশ, নিস্তরঙ্গ নদী এবং জন্মের উৎসব।
হন্তারক আমার কবিতার প্রথম স্তবক লেখা হয়ে গেছে
জলরং ছবিতে দেখ তোমার উষ্ণীষে আছে শান্তির পালক।