হেমন্তের মাঙ্গলিক উৎসব

0
353

হঠাৎ হেমন্তের বিকেলে ঢেউ ঢেউ জলে উত্তাল দোলায়
যমুনা যৌবনবতী আনন্দ উল্মওতায় বলে উঠলো
তুমি এসেছো বন্ধু, কতদিন দেখিনি তোমাকে
তুমি আসবে বলে আলুথালু চুলে পাগল হাওয়ায়
ঢেউ ঢেউ জলে, খোঁপায় বেঁধেছি লাল শাপলা।

তুমি ভালোবাসো লাল শাপলা
সেতো আমার জানা, শুধু হয়নি বলা কোনোদিন
সে যে লক্ষ্মী কমল চরণে আলতা পরা দিন কতদিন
বিকেলের সূর্য রঙে রাঙিয়ে লাল টিপ কপালে
বসোনি বধূবেশে শান বাধানো ঘাটে পরেনি পদ চুম্বন।

তুমি আসবে বলেই ঝাঁকে ঝাঁকে নদী বাঁকে
ভিড় করেছে যমুনার জলে রূপোলী ইলিশ
কত দিন পর তুমি আসবে বলেই বসন্ত জাগানো কোকিল
গাইছে কত আপন মনে গান
কত দিন পর এলে বন্ধু কত স্মৃতি জেগে উঠে কেঁদে উঠে প্রাণ।

ভালো থেকো বলে যমুনার ছলাৎ ছলাৎ হাত
ছোঁয়ালে তোমার সিথিতে, কুমারী মনে জাগলো যৌবন
ভালো থেকো বলে ভোরের শিউলি
ছড়ালো বুকের ঘ্রাণ, হেসে উঠলো ভোরের পাখিরা
এপার ওপারে আমনের ক্ষেতে সোনালি ধানেরা বললো, ভালো আছোতো।

গাঁয়ের বধূরা উুলুধ্বনিতে শাঁখের শব্দে মাতিয়ে তুললো সন্ধ্যা
মঙ্গল প্রদীপে ধুপ দীপে জয় ঢাকে ছড়িয়ে পড়লো
তোমার আগমন বার্তা, পিঠা পায়েসের গন্ধে ভরে উঠলো মন
এ যেন বাঙলা মায়ের বুকে ফিরে আসা সন্তানের মাঙ্গলিক উৎসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here