একা নিরালায়
আমি শুয়ে থাকি বিছানায়
এখানে দুলে উঠে বাতাসে দূর্বাঘাস
দিয়ে যায় আমাকে প্রেমের পূর্বাভাস!
একা নিরালায়
আকাশ আমাকে দেখে পিপাসায়
সে কাতরে ওঠে, তার স্তনে যে স্পন্দন
তা ক্রমশই হয় প্রেমোত্থিত মন্থন!
অভিসারে যাবে? ব্যাকুল চোখের তারা,
একাকীত্ব ভেঙে ফেলে প্রেমের পাহারা!
এই যে আকাশ
ছাদ হয়ে যায়, নামে, ফেলে দীর্ঘশ্বাস,
আমার ঘরের ঠিক জানালার পাশে
দু’একটা বাবুই দোয়েল নেমে আসে।
নিঃসঙ্গ সংগীত
আমার চাওয়া না পাওয়া সব ভিত
ওরা কম্পনের ঘোরলাগা ঘুঁচে দেয়
কাতরতা নির্জন আকাঙ্ক্ষা মুছে নেয়!