স্বাধীনতার ঘোষণা

ট্যাগসমূহ:
0
170
শিল্পী: সাইদুল ইসলাম

লাখো মানুষের সামনে দাঁড়িয়ে তর্জনী উঁচিয়ে
এর আগে কেউ বলেনি
“রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব
এই দেশের মানুষ কে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।”

কি তেজোদ্দীপ্ত সেই ভাষণ, রক্ত গরম আহবান
কোটি বাঙ্গালির সমস্বরে জয় বাংলা স্লোগান,
পুরো বিশ্ব বুঝে গিয়েছিল সেদিন জন্মাবে নতুন দেশ
লাল সবুজের পতাকায় মুজিবের বাংলাদেশ।

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।”
এই বলে সেদিন ঘোষিত হয়েছিল বাংলাদেশ এর স্বাধীনতা
পুরো বক্তৃতায় ছিল মুক্তিযুদ্ধের সুনির্দিষ্ট রূপরেখা।

পাকিস্তানি বাহিনী বুঝে গেল দমবে না বীর বাঙ্গালী
যতদিন রবে মুজিব নামের লৌহমানব কান্ডারী,
তাই তো তারা রাতের নিমিষে চালালো আক্রমণ
চেয়েছিল তারা অস্ত্রের ভয়ে মুজিব করুক পলায়ন।

সেদিন সারা পৃথিবী দেখেছিল মুজিবের দৃঢ়তা
একটা জাতির জন্য এক মহামানবের সাহসিকতা,
মৃত্যু কে পরোয়া না করে কিভাবে এগিয়ে যায় বীর
দেখিয়েছিল মুজিব,তাইতো আজ চির উন্নত তার শির।

লাখো বাঙ্গালী ঢেলে দিয়েছিল বুকের তাজা রক্ত
রক্ত দিয়ে গেঁথেছিল স্বাধীন বাংলার মানচিত্র
দমেনি তারা, হারেনি তারা, করেছে দেশ স্বাধীন
হানাদার আর রাজাকার সব হয়ে গেল অধীন।

নত মস্তকে পাকিস্থানি সরকার দিল মুজিব কে ছেড়ে
মুক্ত বিহঙ্গ হয়ে বঙ্গবন্ধু এল স্বাধীন বাংলায় ফিরে,
মুজিব আমাদের গৌরব, মুজিব আমাদের অহংকার
শ্রদ্ধা ভরে আজ স্মরণ করি জাতির পিতা শেখ মুজিবুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here