অবদমনের অপারগতা

0
249

অবদমনের বৃত্তান্ত শুনে উন্মুক্ত করি বাতায়ন
হিপোক্রেটদের ভিড়ে নিজেকে মিশিয়ে নিস্পৃহ আকাশে পাখিদের আনাগোনা দেখি
শামুকের মতো নিজেকে গুটিয়ে নিই তোমায় ভেবে
অথচ শেকড়ে শেকড়ে আমাদের স্মৃতি থাকতে পারতো

দমকা হাওয়ায় উপলব্ধি করি নিজের অপারগতা
আস্তে করে এঁটে দিই জানালার বাকি অংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here