আজ, সারাদিনই নদী

0
318

আজ-
সারাদিনই নদী,
আড়ায় পাড়ায় ঘুম ঘুম গান।
তবু ধমনীতে কৃষ্ণচূড়া খলবলিয়ে ফোটে,
দূরের গাঁয়ের গন্ধ চিনে নিতে।
কে যেন গাঁয়ের সুহৃদ আমার,
হলুদ খামে ভরে পাঠালো
নদী ভেজা ১২ পাতা বন।
পাতায় পাতায় কুয়াশার দাগ লেগে ছিল
ঘাসের ঘর ছিল
রোদ রোদ ওম ছিল
আর ছিল-
ঘননীল আগুনের ছায়া।
বিলগন্ধী ডিঙ্গি ছিল
কাঁসা রঙা সন্ধ্যা ছিল
ছিল আসমানী
পালকের অহরহ খসে পরা।
আজ-
সারাদিনই নদী,
ঘুরে-ফিরে ঘুম ঘুম গান…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here