বুকের ভেতর খুব গোপনে তুমিই থাকো;
চোখের লালে, হাসপাতালে,
একটা প্রেমিক মরে গেলে ;
পাখির মতো, ফুলের মতো,
তুমিই শুধু আগলে রাখো।

বুকের ভেতর খুব গোপনে তুমিই থাকো,
আকাশ মাপার থার্মোমিটার, তারছেঁড়া খুব আলসে গিটার,
ভুল সুরে গান গাইলে চড়ুই
তুমিই রোদের আরাম মাখো।

বুকের ভেতর খুব গোপনে তুমিই থাকো,
রুপকথা রাত, ভীষণ আঘাত,
আলো ফুরোলেই মেখে দেওয়া ভাত,
শাড়ির দাগে, কাচের রঙে
তুমিই আমায় ছবিতে আঁকো;

বুকের ভেতর খুব গোপনে তুমিই থাকো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে