নৈঃশব্দ্যের বন খুঁজে পেতে
পেরিয়ে যাই একটা কাজল চোখের নদী
মেঘ মেদুর দিনের আলো ভেঙে ভেঙে
নির্জন ঘরে জমাট বাধে অন্ধকার
থমকে যাওয়া বৃষ্টিমুখর দিনে
কেন যে অন্ধ হয়ে আসে চোখ।
নল খাগড়ার সরু ঝোপ পেরিয়ে
দূরে হেঁটে যায় হাওয়া খেলানো দিন
আলো নেমে আসা পথে উষ্ণ আদর বিছিয়ে রাখে রোদ।
অলস বিকেলে একা ভালবেসে ভেসে থাকি জলে
নীরবতায় চোখ মেলে থাকে শত রাত্রির কোলাহল
কচিপাতার কৌতূহল নিয়ে কাছেই খেলা করে পাখি।
এই শহরে যেদিন বৃষ্টি নামলো অবেলায়,
সেদিন ছাতা মাথায় ব্যস্ত তুমি হেঁটে গেলে একা
ঐ দূরে ছেড়ে গেল স্টেশনের দ্রুতগামী ট্রেন
এটুকুই দেখেছি আমি, বৃষ্টিভেজা জানালায়।
এই পাণ্ডুর শহরে, কেন যে অন্ধ হয়ে আসে চোখ
নৈঃশব্দ্যের বন পেরিয়ে দু’চোখে আর ঘুম আসে না।