দুই দুইটা চাঁদ হতো উদিত একদা কাঙ্ক্ষিত চাঁদরাতে।
একটা চাঁদ দূরের ঐ গগনে আরেকটা আপন সদনে।
এতেকাফ থেকে বাবা ফিরলেই উদিত হতো দ্বিতীয় চাঁদ
রূপোলী আলো করতো ঝলমল গৃহের প্রতিটি কোণ জুড়ে।
চাঁদরাতে আর করে না বিরাজ মায়াবী সেই আলোর ঢল
মায়ের চেহারায় ঘোর আঁধার অশ্রুজল করে টলমল।