পাশ্চাত্যের বাতাসে ভায়োলিন বাজায় হলুদ আলোর দল
কালো পীচে নামে কিছু করুণ সন্ধ্যা
সারা দুপুর রোদে পুড়ে পুড়ে ক্লান্ত পাতারা
অলৌকিক ঘরবাড়িতে ফেরার আকাঙ্ক্ষায়
বিকেলের পথ ধরে হেঁটে যায়।
ক্যাথিড্রালের স্বর্ণচূড়ায় সোনালী রোদ মিলিয়ে সন্ধ্যা নেমে এলে সোনাটার পরাবাস্তব সুর যেন কানে বেজে চলে,
আমাদেরও কি কোথাও আছে অলৌকিক ঘরবাড়ি?
কোলাহল থেমে গেলে – প্রাচীন আঁধারে হলুদ আলোর রহস্য… বেজে চলে অলৌকিক সোনাটা…
আর চাঁদের আলো গায়ে মেখে আমরা খুঁজে বেড়াই অলৌকিক ঘরবাড়ি…