অবদমনের বৃত্তান্ত শুনে উন্মুক্ত করি বাতায়ন
হিপোক্রেটদের ভিড়ে নিজেকে মিশিয়ে নিস্পৃহ আকাশে পাখিদের আনাগোনা দেখি
শামুকের মতো নিজেকে গুটিয়ে নিই তোমায় ভেবে
অথচ শেকড়ে শেকড়ে আমাদের স্মৃতি থাকতে পারতো
দমকা হাওয়ায় উপলব্ধি করি নিজের অপারগতা
আস্তে করে এঁটে দিই জানালার বাকি অংশ।